যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশী গুরুতর আহত 

163

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট এর ডেট্রয়েট সিটির কিলিংগার স্ট্রিটে দুস্কৃতিকারির গুলিতে গুরুতর আহত হয়েছেন ঐ এলাকার বাসিন্দা সালেহ আহমদ। FB_IMG_1539840007861বাংলাদেশে তার বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দুধবক্সী গ্রামে।
জানা যায়, গতকাল ভোরে কাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওত পেতে থাকা এক দুষ্কৃতীকারীর গুলির আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত সালেহ আহমদ NYX কোম্পানিতে কাজ করতেন।
এদিকে এরকম সন্ত্রাসী হামলার ঘটনায় প্রবাসীরা উদ্বিগ্ন হয়ে জানান, ডেট্রয়েট ও হেম্ট্রামিক সিটিতে প্রায়ই এ ধরনের অপরাধ মূলক ঘটনা ঘটে চলেছে। এগুলো বন্ধের জন্য কমিউনিটির সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য কমিউনিটির সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের পাশাপাশি মসজিদের ইমাম ও কমিটির সদস্যদের সোচ্চার হওয়ার আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.