যুক্তরাষ্ট্রে সিলেট এমসি কলেজ এলামনাই এসোসিয়েশনের কমিটি

135

নিউইয়র্ক (ইউএনএ): অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে অভিষিক্ত হলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট এমসি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র নতুন কমিটি। এ উপলক্ষ্যে গত ২ ডিসেম্বর রোববার সন্ধ্যায় এস্টোরিয়ার জালালাবাদ এসোসিয়েশন কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসোসিয়েশনের পুননির্বাচিত সভাপতি বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুর রহমান সাচ্চুর নেতৃত্বে ২১ সদস্যের নতুন কমিটির (২০১৮-২০২০) কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ। এসময় কমিশনের অন্যান্য সদস্য ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এমসি কলেজের প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।

Sylhet  MC & Govt. College AA Ovishek Pic-1
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত এম সি কলেজের অধ্যক্ষ নুরুল গনি, গনিত বিভাগের অধ্যাপক এরহাসুজ্জামান চৌধুরী (নাগরী স্যার) সহ কলেজদ্বয়ের প্রয়াত সকল ছাত্রছাত্রীদের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী।

USA_NSC_Eilias Kanchon Pic-4
দুই পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি বেলাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুর রহমান সাচ্চু ও সাবেক সাধারণ সম্পাদক সুয়েজ আহমেদ জামাল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আজমল হোসেন কুনু, এম এ সালাম, মহিউদ্দিন, আব্দুল বাসিত, বেদারুল ইসলাম বাবলা, মঈনুল হক চৌধুরী হেলাল, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, ইয়ামিন রশীদ, আব্দুল আহাদ প্রমুখ।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইয়ামিন রশিদ, হাছান চৌধুরী মাছুম,
ডা. জুন্নুন চৌধুরী, মো: ছালিকুর রহমান চৌধুরী প্রমুখ।

Sylhet  MC & Govt. College AA Ovishek Pic-2

অনুষ্ঠানে বক্তারা সিলেটের ঐহিত্যবাহী এমসি গভ: কলেজের নষ্টালজিক জীবনের স্মৃতিচারণের পাশাপাশি এলামনাই এসোসিয়েশনকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, প্রতিকুল আবহাওয়া থাকা সত্তেও নিউইয়র্ক মহানগর ছাড়াও ফিলাডেলফিয়া, নিউজার্সী, কানেকটিকাট ও আপ ষ্টেট সহ বিভিন্ন জায়গা থেকে বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী সিলেট এমসি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.