যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুর মর্মান্তিক মৃত্যু…!!!
জাহিদ রহমানঃ যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
গত মঙ্গলবার ভোর রাতে এমদাদ স্বপরিবারে ফ্লোরিডা থেকে কানাডা যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা শিকার হলে তার স্ত্রী ও সন্তান নিহত ও তিনি গুরুতর আহত হয়েছেন। এমদাদ আলেকজান্দ্রিয়া(ভার্জিনিয়া)ডাটা গ্রুপের প্রশিক্ষক ও প্রসাশনিক কর্মকর্তা।
জানা যায়, শুক্রবার ভোর রাতে গাড়ি চালিয়ে এমদাদ স্বপরিবারে ফ্লোরিডা থেকে কানাডা যাচ্ছিল। পথিমধ্যে তাদের গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির প্রচন্ড ধাক্কা লাগলে তিনজনেই গুরুতর আহত হন। আহতাবস্থায় তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এমদাদের স্ত্রী ও শিশুছেলেকে মৃত্যু ঘোষনা করেন। এছাড়া আহত এমদাদকে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এমদাদের স্ত্রী ও শিশুছেলের মৃত্যুতে ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে গভীর শোক।
ইংরেজি নববর্ষের শুরুতেই এমন একটি দুর্ঘটনার সংবাদে যুক্তরাষ্ট্র প্রবাসীরাও শোকাহত। তাঁরা নিহতেদের আত্মার মাগফেরাত আহত এমদাদের দ্রুত সুস্থতাকামনা করেছেন। দুর্ঘটনায় গুরুতর আহত এমদাদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনার জন্য স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭ টায় ডাটা গ্রুপ ক্যাম্পাসে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে প্রবাসীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।