যুক্তরাষ্ট্র প্রবাসী এনাম চৌধুরীর ‘মা’ সালমা বেগম চৌধুরী আর নেই

236
যুক্তরা‌ষ্ট্রের নিউজা‌র্সির প্যাটারসন শহ‌রে এনাম চৌধুরীর ‘মা’ সালমা বেগম চৌধুরী অাজ শুক্রবার দুপুর ১ টা ১৫ মি‌নি‌টে ই‌ন্তেকাল ক‌রে‌ন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যৃকা‌লে তার বয়স ছিল ৭০ বছর।

RM7zd781YqUV

দীর্ঘ‌দিন ধ‌রে তি‌নি দুরারোগ্য ‌ক্যান্সারে  অাক্রান্ত ছি‌লেন । অাগামীকাল শ‌নিবার বাদ মাগ‌রিব প্যাটারসন মস‌জিদ অাল ফের‌দৌস-এর পা‌র্কিং ল‌টে মরহুমার নামা‌জের জানাযা অনু‌ষ্ঠিত হ‌বে। ‌তি‌নি চার পুত্র ও দুই কন্যা রে‌খে গে‌ছেন।

সালমা বেগম চৌধুরীর দুই পুত্র ও দুই কন্যা সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী। তার এক ‌ছে‌লে উপস‌চিব হি‌সে‌বে রেল মন্ত্রনাল‌য়ে কর্মরত।

মঙ্গলবার বাংলা‌দে‌শে গ্রা‌মের বাড়ী চট্টগ্রা‌মে অা‌নোয়ারার উ‌দ্দে‌শ্যে মর‌দেহ পাঠা‌নো হ‌বে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.