যুক্তরাষ্ট্র প্রবাসী লেখিকা জেসমিন খানের আকস্মিক মৃত্যু…!!!

389
আহমেদ ফয়সাল,ক্যালিফোর্নিয়াঃ হৃদরোগে আক্রান্ত হয়ে লস এঞ্জেলেস প্রবাসী লেখিকা জেসমিন খান(৫৯) আকস্মিক ভাবে ইন্তেকাল করেন। তিনি গতকাল (2017-02-04) শনিবার চট্টগ্রামে সদ্য প্রয়াত এক লেখিকার স্মরণ সভায় যোগ দিয়ে হৃদরোগে অসুস্থ হয়ে পরেছিলেন।
16506862_155516534951693_1201193605_n
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে কথাসাহিত্যিক ফাহ্‌মিদা আমিনের স্মরণ সভায় যোগ দিয়েছিলেন তিনি।
উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখার পর দর্শক সারিতে বসেন জেসমিন খান। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানেই হৃদরোগে তার মৃত‌্যু হওয়ার কথা জানান কর্তব্যরত চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
16507628_155516568285023_581989376_n
জেসমিন খান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোসলেম খানের স্ত্রী।
তিনি কবিতা, ভ্রমণ কাহিনী ও আত্মজীবনীমূলক প্রবন্ধ লিখতেন বলে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক রাশেদ রউফ জানান।
‘সময়ের জলছবি’ ও ‘লস এঞ্জেলেসের দিনগুলো’সহ তিনটি বই রয়েছে জেসমিন খানের। তিনি বছরের বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বসবাস করতেন। বছরের দুই-তিন মাস কাটাতেন জন্মভূমি চট্টগ্রামে।
জেসমিন খান দৈনিক আজাদীসহ চট্টগ্রামের বিভিন্ন দৈনিকে নিয়মিত কলাম লিখতেন।
মৃত্যুর কিছু পুর্বে তিনি চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে লেখিকা ফাহমিদা আমীনের স্মরণ সভায় প্রয়াত লেখিকা ফাহ্‌মিদা আমিনের স্মৃতিচারণ করেন।
কয়েক বছর পুর্বে জেসমিন খানের এক কিশোর ছেলে নগরীর একটি বহুতল ভবন থেকে পড়ে মারা গিয়েছিল। সেসব কথাও তিনি স্মরণ সভার আলোচনায় উল্লেখ করেন। এরপর অন্য একজন বক্তব্য রাখছিল। তখন দর্শক সারিতে বসা জেসমিন খান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ধারনা করা হচ্ছে, সন্তানের বিচ্ছেদ ব্যথা স্মরণ করেই তিনি অনুষ্ঠান স্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে পরেন। সেখানে  উপস্থিত লোকজন একটি গাড়িতে করে জেসমিন খানকে প্রেস ক্লাবের কাছের চেরাগী পাহাড় মোড়ের সেন্টার পয়েন্ট হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ‘হৃদরোগে আক্রান্ত হয়ে জেসমিন খানের মৃত্যু’ নিশ্চিৎ করেন।
জেসমিন খানের মরদেহ নগরীর মোমিন রোডের বাসভবনে নেওয়া হয়েছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামেই তাকে সমাহিত করা হবে।
গত ১৩ জানুয়ারি ভোরে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে মারা যান কথাসাহিত্যিক, নারী সংগঠক ও নারীকণ্ঠ পত্রিকার উপদেষ্টা ফাহ্‌মিদা আমিন।
তার স্মরণে ইঞ্জিনিয়ার আবদুল খালেক ও প্রফেসর মোহাম্মদ খালেদ ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করেছিলো।
জেসমিন খানের আকস্মিক মৃত্যুতে লস এঞ্জেলেস কমিউনিটিতে শোকের ছায়া বিরাজ করছে।
তার মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন প্রফেসর আলী আকবর, প্রবাসী কবি ও সাহিত্যিক চৌধুরী সাজিদ হোসেন ম্যকলিন, বিশিষ্ট মুখাভীনেতা, কবি ও সাংবাদিক কাজী মাশহুরুল হুদা, সাংস্কৃতিক সংগঠক ও কমিউনিটি ব্যক্তিত্ব ড: এম এ হাসেম, মো: আবু হানিফা, মিঠুন চৌধুরী, জসীম আশরাফী আহমেদ, লেখিকা রওনক সালাম, নারী সংগঠক মুনিরা তাইয়্যেব ড্যানি, শাজিয়া হক মিমি, চিত্রশিল্পী মামুন রিয়াজী প্রমুখ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.