যুক্তরাষ্ট্র সফরত ঢাকা সিটি মেয়র সাঈদ খোকনের সাথে রফিক পারভেজের নেতৃত্বে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন নেতাদের মতবিনিময়
জাহিদ রহমান, ওয়াশিংটন ডিসিঃ
যুক্তরাষ্ট্র সফরত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকনের সাথে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতারা মতবিনিময় করেছেন। ওয়াশিংটন ডিসির ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভার্জিনিয়া আওয়ামী লীগ সভাপতি মোঃ রফিক পারভেজের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে ভার্জিনিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম, সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ভার্জিনিয়া আওয়ামী লীগ নেতা মোঃ মামুন, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের আইন ও আন্তর্জাতিক সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর, কার্যকরি সদস্য সন্তোষ বড়ুয়া, যুবলীগ সভাপতি মোঃ দেওয়ান আরশাদ আলী বিজয়, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক ওসমান খান মুন্সী, ছাত্রলীগ সভাপতি তালুকদার মো শামসুজ্জোহা ডন, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মীর এবং জয় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিটি মেয়র ঢাকাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে তাঁর নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এছাড়াও সভায় ঢাকা শহরের স্যানিটেশন, আবর্জনা ও যানজট নিয়ে আলোচনা হয়।