যেসব আসনে জিতলেন বিএনপি-ঐক্যফ্রন্ট্রের প্রার্থী

437
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এখন পর্যন্ত ৭ টি আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
Dr Kamal_1
এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসনের মোট ১৪১টি কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৯০৩ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৪০ হাজার ২৬২ ভোট।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৪৮ হাজার ৫৮৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের নৌকা মার্কার জাসদের প্রার্থী রেজাউল করিম তানসেন পেয়েছেন ৮৬ হাজার ৪৮ ভোট।
ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হককে। ধানের শীষ প্রতীকে জাহিদ পেয়েছেন ৮৭ হাজার ১৬৫ ভোট। আর মোটরগাড়ি প্রতীকে ইমদাদুল হকের প্রাপ্ত ভোট ৮৪ হাজার ১০৯ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর) আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম ১,৭৫,৪৬৬ ভোট পেয়ে জয়লাভ করেন। অন্যদিকে তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিয়াউর রহমান পান ১,৩৯,৯৫২ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি হারুনুর রশিদ ১,৩৩,৬৬১ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওদুদকে পরাজিত করেন। নৌকা প্রার্থী পান ৮৫,৯৩৮ ভোট।
সিলেটের মৌলভীবাজার-২ আসনে বেসরকারি ফলে বিজয়ী হলেন জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। গণফোরামের এই রাজনীতিবিদ ধানের শীষ প্রতীক থেকে পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট।
সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের শরীক যুক্তফ্রন্টের প্রধান দল বিকল্পধারার প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট।
সিলেট-২ আসনে জয়ী হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী মোকাব্বির খান। উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের এই প্রার্থী পেয়েছেন ৬৯ হাজার ৪২০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীকে মুহিবুর রহমান ৩০ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন। ৩৮ হাজার ৯৭১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন মোকাব্বির।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.