যে কারণে মনোনয়ন পায়নি আ’লীগের ৫ হেভিওয়েট প্রার্থী
আওয়ামী লীগের ৫ হেভিওয়েট প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, আহম্মদ হোসেন ও বিএম মোজাম্মেল হক মনোনয়ন না পাওয়ায় সর্বত্র গুঞ্জন শুরু হয়েছে।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কাদের বলেন, কেন্দ্রীয় যারা মনোনয়ন পাননি, তাদেরকে নির্বাচন পরিচালনার মত গুরুত্বপূর্ণ কাজের জন্য রাখা হয়েছে।
তিনি বলেন, আমাদের নির্বাচন পরিচালনার জন্য দক্ষ এবং অভিজ্ঞ যে নেতৃত্ব, তারা সাধারণত নির্বাচনে অংশগ্রহণ করতেন। কিন্তু এবার আমাদের নেত্রী সিদ্ধান্ত নিয়ে ভারতের বিজেপিসহ অনেক রাজনৈতিক দলের মতো নেতাদের নির্বাচনের বাইরে রেখেছেন।
কাদের বলেন, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক নির্বাচন পরিচালনার সঙ্গে থাকবেন। গতকাল তাদের ডেকে প্রধানমন্ত্রী কিছু পরামর্শ দিয়েছেন, আরও দেবেন। গণতান্ত্রিক রাজনীতিতে সবাই নির্বাচন করে না। ভারতের অনেকেই কিন্তু দলকে সহযোগিতা করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেন না।
এসময় গতকাল দেড় শতাধিক সামরিক কর্মকর্তাদের আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা পোষণ নিয়ে তিনি বলেন, সামরিক কর্মকর্তা যারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তারা মনোনয়ন চান না, তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে থাকতে চান।
নিজ দল ও জোটের মনোনয়নের প্রশ্নে কাদের বলেন, জোটের মনোনয়ন বিষয়ে ধোঁয়াশার কিছু নেই। জনগণের কাছে গ্রহণযোগ্য ও জনমতে এগিয়ে আছেন, মহাজোটের এমন প্রার্থী মনোনয়ন পাবেন। প্রত্যাহারের আগেই মহাজোটের চূড়ান্ত প্রার্থী কারা জানা যাবে, এরপরে যাওয়ার উপায় নাই। প্রত্যাহারের আগেই আমরা যাদের মনোনয়ন দেব, তাদের ছাড়া বাকীদের আমরা বোঝাব। এরপরে কেউ থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
একাধিক ব্যক্তিকে মনোনয়নের বিষয়ে তিনি বলেন, আমরা জানতে পেরেছি কয়েকজন ঋণখেলাপি, আবার কয়েক জায়গায় দুজনের জনপ্রিয়তা প্রায় একই। তাই আমরা কয়েক জায়গায় দুজনকেই মনোনয়ন দিয়েছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।