রবিবার মেরিল্যান্ডে ফ্রেন্ডসএন্ড ফ্যামিলির বৈশাখী মেলা ও পিঠা উৎসব
নিউজ ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবারও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষ্যে বৈশাখী মেলা ও পিঠা উৎসবের আয়োজন করেছে মেরিল্যান্ড ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি । আগামী ৩০ এপ্রিল রবিবার এস টি গ্যাব্রিয়েল চার্চ স্কুলে(st Gabriel church and school,6950 Dogwood rd windsor mill, md 21244) এ মেলা অনুষ্ঠিত হবে। স্কুলের মিলনায়তনে দুপুর ১২ টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। ফ্রেন্ডসএন্ড ফ্যামিলির আয়োজনে দিনব্যাপী নববর্ষ উদযাপনের এ অনুষ্ঠানে গান গাইবেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত জনপ্রিয় শিল্পী বেবি নাজনীন।এছাড়া থাকবে আলোচনা, আড্ডা, কবিতা আবৃত্তি, নাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাতে বিভিন্ন ধরনের দেশী খাবার, পোশাক ,গহনা এবং কারুশিল্পের স্টল থাকবে । বাঙালিদের প্রাণের এ উৎসবে অংশগ্রহন করে মেরিল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের উৎসাহিত করার জন্য বৈশাখী মেলার আয়োজক মিজানুর রহমান,নাজরুল ইসলাম,মোহাম্মদ কাজল উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।মিডিয়া পার্টনার ওয়াশিংটনডিসির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল” নিউজবিডিইউএস”।