“রবীন্দ্রনাথ ঠাকুর আমার জীবন দেবতা” শ্রেয়া গুহঠাকুরতা,১৮ মার্চ আমি আসছি
তার সুললিত কন্ঠ মাধুর্য্যে এবং পরিবেশনার লালিত্যে ঝড়ে পড়ে রবী ঠাকুরের গানের মর্মবাণী, সৃষ্টি হয়ে যায় রাবীন্দ্রিক পরিবেশের সুষমামন্ডিত রেশ যা মনের গভীরে অনুরণিত হ’তে থাকে বহুক্ষণ ধরে, বার বার ফিরে আসে মনের গহীনে সুরেলা সিম্ফনীতে। রবীন্দ্রনাথ বাঙ্গালির জীবন জুড়ে… বাঙালির মানসে, চেতনায় ভাস্বর হয়ে আছে।