রাজধানীতে দুই গার্মেন্ট শ্রমিক নিহত, অবরোধ

424

রাজধানীর মালিবাগে আবুল হোটেলের সামনে সড়কে দুর্ঘটনায় দুই গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন।

0001

মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনার পর শ্রমিকরা সড়কে নেমে আসেন। এসময় তারা ব্যাপক ভাংচুর এবং সড়ক অবরোধ করেন।

 পুলিশ জানায়, নিহতরা হলেন— সাতক্ষীরার বাসিন্দা নাহিদ পারভীন পলি (১৯) ও বগুড়া জেলার গাবতলী থানার হোসেনপুর গ্রামের সোনাই মিয়ার মেয়ে মীম (১৪)।

পলি এমএইস ফ্যান গার্মেন্টে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে মালিবাগে আবুল হোটেলের সামনের মেইন সড়ক পার হচ্ছিলেন ওই দুই শ্রমিক। এসময় রামপুরাগামী সুপ্রভাত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পলি ও মীম নিহত হয়েছেন।

এ ঘটনায় শ্রমিকরা বাস ও চালককে আটক করে পুলিশে দিয়েছে।

 প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর আশপাশের কয়েকশ শ্রমিক সড়কে নেমে পড়েন। তারা ব্যাপক ভাংচুর করেন। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়ক দিয়ে ‍যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়।

 নিহত মীমের খালাতো ভাই সাইফুল জানান, মীম ১৬ ডিসেম্বর খালা জরিনা বেগমের বাসায় আসে। আজ সকালে সকালে একটি গার্মেন্টে যায় চাকরির উদ্দেশ্যে। পরে গার্মেন্ট থেকে বের হয়ে সড়ক পারাপারের সময় সুপ্রভাত গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তার।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এসআই ফারুক খান জানান, গার্মেন্ট থেকে দুপুরে খাবারের জন্য বের হয় ওই দুই শ্রমিক। এসময় সড়ক পার হওয়ায় এসময় এ দুর্ঘটনা ঘটে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.