রাজনৈতিক ও জেলা-পুলিশ প্রশাসনের সংবাদ বয়কটের ঘোষণা কুষ্টিয়ার সাংবাদিকদের

465

কুষ্টিয়ায় এসপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে যমুনা টিভির জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালনের উপর হামলা ও নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক, জেলা ও পুলিশ প্রশাসনের সকল সংবাদ বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাব মিলনায়তনে সভাপতি গাজী মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপস্থিত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত মূলধারার সাংবাদিকদের প্রতিবাদী মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় কুষ্টিয়া প্রেস ক্লাব, কুষ্টিয়া এডিটরস ফোরাম, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাব ও জেলা টেলিভিশন ক্যামেরা পারসন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তে অনড় থাকার ঘোষণা দেন সাংবাদিকরা।

সেই সঙ্গে এযাবৎকাল প্রভাবশালী মহলের রক্ত চক্ষুর ভয়ে যে সব সংবাদ তুলে ধরা থেকে সাংবাদিকরা বিরত ছিল সেগুলোও এখন থেকে একযোগে তুলে ধরার ঘোষণা দিয়েছেন উপস্থিত গণমাধ্যম কর্মীরা।

এ সময় সেখানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ সকল নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.