রাজশাহীতে নির্বাচনী মাঠে নামবে জেলা পুলিশের বিশেষ টিম
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে কাজ করবে রাজশাহী জেলা পুলিশের ১৫ সদস্যের বিশেষ টিম। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান।
বিশেষ এই দলটি একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে। ইতিমধ্যে তাদের অত্যাধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত করে নির্বাচনী মাঠে নামানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।