রাজশাহীর ছয়টি আসনে ৩০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটানিং কর্মকর্তা। একই সঙ্গে বাতিল করেছেন ২৩ প্রার্থীর মনোনয়নপত্র। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের সভা কক্ষে যাচাই-বাছাই শেষে তাদের প্রার্থীতা বাতিল করা হয়। জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এসএম আব্দুল কাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।
রিটানিং অফিসার আব্দুল কাদের জানান, রাজশাহী-১ আসনের বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকসহ ৮ জন, রাজশাহী-২ আসনে ২ জন, রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী মেরাজ উদ্দিন মোল্লাসহ ৫ জন ও রাজশাহী-৪ আসনে বিএনপির সাবেক এমপি অধ্যাপক আব্দুল গফুরসহ ২ জন, রাজশাহী-৫ আসনে বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফাসহ ৪ জন, রাজশাহী-৬ আসনে বিএনপির চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদসহ ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এদের মধ্যে মামলার তথ্য গোপন করার কারণে ব্যারিস্টার আমিনুল হক, নাদিম মোস্তফা, অধ্যাপক আব্দুল গফুর ও আবু সাঈদ চাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়াও নাদিম মোস্তফা ঋণ খেলাপী রয়েছেন।
এছাড়াও মামলার তথ্য গোপন করায় রাজশাহী-১ ও ৩ আসনের দুই স্বতন্ত্র প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান ও মাজিদুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রাজশাহীর ছয়টি আসনে মোট ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৩০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তার তিনদিনের মধ্যে আপিল করতে পারবেন বলে রিটানিং অফিসার জানিয়েছেন।
যাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে এরা হলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী, বিএনপির আভা হক, ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আব্দুল মান্নান।
রাজশাহী-২ (সদর) আসনে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, বিএনপির মিজানুর রহমান মিনু, সাহিদ হাসান, জাতীয় পার্টির খন্দকার মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের ফয়সাল হোসেন, সিপিবির এনামুল হক।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের আয়েন উদ্দিন এমপি, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, ইসলামী আন্দোলনের ফজলুর রহমান, সাম্যবাদী দলের সাজ্জাদ আলী, এলডিপির মনিরুজ্জামান।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের প্রকৌশলী এনামুল হক, বিএনপির সাবেক এমপি আবু হেনা ও ইসলামী আন্দোলনের তাজুল ইসলাম।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের ডাঃ মুনসুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা, জাতীয় পার্টির আবুল হোসেন, বিএনএফের মখলেসুর রহমান, জাকের পার্টির শফিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি তাজুল ইসলাম মো: ফারুক।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আওয়ামী লীগের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, জেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ও নুরুজ্জামান খান মানিক, জাতীয় পার্টির ইকবার হোসেন ও ইসলামী আন্দোলনের আব্দুস সালাম সুরুজ।