রাজশাহীতে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
বাদশা, রাজশাহীঃ
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরীর মালদা কলোনী এলাকার ট্রাকের ইঞ্জিন মিস্ত্রি বাচ্চু (৩৫), তার সহকারী এরশাদ (২৫) ও আদু (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা একটি মোটরসাইকেলে চড়ে রেলগেট হয়ে নওদাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় তারা রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সামনে এলে বিপরীতমুখী থেকে বেপরোয়া গতির একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মারা যান। এসময় স্থানীয় লোকজন মোটর সাইকেল আরোহী এরশাদ ও আদুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, বাসটি নওদাপাড়া এলাকাতেও একটি রিকশাকে ধাক্কা দেয়। এরপর থেকেই বেপরোয়া গতিতে নগরীর দিকে প্রবেশ করতে থাকে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ ঘটনায় মামলা হবে বলেও জানান ওসি।