রাজশাহীতে বৃষ্টির জন্য নামায
বান্না, রাজশাহী
তীব্র গরমে অতিষ্ট নগরবাসী, নেই বৃষ্টির দেখাও। ইতিমধ্যে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপদাহ থেকে পরিত্রাণ পেতে বৃহস্পতিবার সকাল ৯ টায় রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শাহ মাখদুম ঈদ্গাহ ময়দানে আয়োজন করা হয় এস্তেস্কার নামাযের।
সোনাদিঘী জামে মসজিদের খতিব শেখ তৈয়বুর রহমান নিযামীর ইমামতিতে নামাযে অংশ নেন রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ একেএম রাশেদুল হাসান টুলুসহ স্থানীয় মুসল্লীরা।
নামায শেষে প্রখর রোদ ও প্রচণ্ড তাপদাহ থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।