রাজশাহীতে সেইলর ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
আরেফিন, রাজশাহীঃ রাজশাহী নগরীর লক্ষিপুর এলাকায় রোগ নির্ণয়ে সর্বাধুনিক প্রযুক্তি, তুলনামূলক কম খরচ ও দক্ষ কর্মীদের আন্তরিক সেবার ব্রত নিয়ে যাএা শুরু করল সেইলর ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।
বৃহস্পতিবার বিকেলে মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে সেন্টারের যাএা শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের উপাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক ডাক্তার নওশাদ আলী,মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার খলিলুর রহমান,সহযোগী অধ্যাপক ডাক্তার মাহবুবুর খান,প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার দ্বীপক কুমার মহান্ত,সেইলর সেন্টারের পরিচালক মাহবুব আলম খোকন, ব্যাবস্থাপনা পরিচালক এস এম এমদাদুর রহমান সুমন, ও ব্যাবস্তাপক রেজাউর রহমান।
সেইলরে ডিজিটাল এক্সরে,৪ডি কালার আল্ট্রাসনোগ্রাম,ডিজিটাল ইসিজি,ইকো ও কালার ডপলার,এফ এন এসি বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি,ইমিউনোলজি, সেরোলজি,মাইক্রোবায়োলজি,হরমোন টেস্ট ও হিস্টো ও সাইটোপ্যাথলজিসহ সব ধরনের পরীক্ষা নিরিক্ষা করা হবে বলে কর্তৃপক্ষ জানান।সেইসাথে মেডিসিন, শিশু গাইনী,নিউরোমেডিসিন ও সার্জারিসহ অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা করবেন বলে তারা জানান।ঠিকানা ; লক্ষিপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার হতে ১০০ গজ দূরে, সার্বক্ষণিক যোগাযোগঃ সুমন- ০১৭১২৮৫৩৫০৫