রাজশাহীতে সেইলর ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
আরেফিন, রাজশাহীঃ রাজশাহী নগরীর লক্ষিপুর এলাকায় রোগ নির্ণয়ে সর্বাধুনিক প্রযুক্তি, তুলনামূলক কম খরচ ও দক্ষ কর্মীদের আন্তরিক সেবার ব্রত নিয়ে যাএা শুরু করল সেইলর ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।![received_1368109486558262]()

বৃহস্পতিবার বিকেলে মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে সেন্টারের যাএা শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের উপাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক ডাক্তার নওশাদ আলী,মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার খলিলুর রহমান,সহযোগী অধ্যাপক ডাক্তার মাহবুবুর খান,প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার দ্বীপক কুমার মহান্ত,সেইলর সেন্টারের পরিচালক মাহবুব আলম খোকন, ব্যাবস্থাপনা পরিচালক এস এম এমদাদুর রহমান সুমন, ও ব্যাবস্তাপক রেজাউর রহমান।![received_1368109326558278]()

সেইলরে ডিজিটাল এক্সরে,৪ডি কালার আল্ট্রাসনোগ্রাম,ডিজিটাল ইসিজি,ইকো ও কালার ডপলার,এফ এন এসি বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি,ইমিউনোলজি, সেরোলজি,মাইক্রোবায়োলজি,হরমোন টেস্ট ও হিস্টো
ও সাইটোপ্যাথলজিসহ সব ধরনের পরীক্ষা নিরিক্ষা করা হবে বলে কর্তৃপক্ষ জানান।সেইসাথে মেডিসিন, শিশু গাইনী,নিউরোমেডিসিন ও সার্জারিসহ অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা করবেন বলে তারা জানান।ঠিকানা ; লক্ষিপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার হতে ১০০ গজ দূরে, সার্বক্ষণিক যোগাযোগঃ সুমন- ০১৭১২৮৫৩৫০৫
