রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতিঃ ককটেল বিস্ফোরন, আহত ৬
রাজশাহী নগরীর গণকপাড়া এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে দোকানের মালিক ও ককটেলের স্প্লিন্টারে আরও পাঁচজন আহত হন। আজ বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে এম রায় জুয়েলার্সে এ ঘটনা ঘটে। আহত হলেন দোকানমালিক মনিশ রায় (৫৩), মুক্তারুল ইসলাম, ভ্যানচালক হাবিবুর রহমান, ব্যবসায়ী অপু, পথচারী মুত্তাকিন ও শরিফুল। আহত ব্যক্তিদের মধ্যে মনিশ রায়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি সাদা মাইক্রোবাসে করে চার-পাঁচজন দুর্বৃত্ত দোকানে ঢুকে অস্ত্রের মুখে দোকানের মালিক ও কর্মচারীকে জিম্মি করে দোকানের মালামাল লুট করতে থাকে। এ সময় দোকানে থাকা কয়েকজন নারী ক্রেতার ব্যাগও ছিনিয়ে নেয় তারা। দোকানের বাইরে মুখে সাদা রুমাল বাঁধা ব্যক্তি ককটেলের বিস্ফোরণ ঘটাতে থাকেন। এ সময় ককটেলের স্প্লিন্টারের আঘাতে ওই পাঁচজন আহত হন। মালামাল লুট করার পর ডাকাতেরা দোকানের মালিককে ছুরিকাঘাত করে মাইক্রোবাসে উঠে পড়ে। এরপর তারা একের পর ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়। এম রায় জুয়েলার্সের মালিকের ছোট ভাই মৌসুম রায় বলেন, তাঁদের দোকানের সবকিছু লুট হয়ে গেছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।