রাজশাহীর কিশোর রাহিম বাঁচতে চাই
রাজশাহী অফিস:১২ বছরের কিশোর রাহিম। তার এই বয়সে দুরন্তপনায় মেতে ওঠার কথা ছিলো, ঠোটের কোনে লেগে থাকা কথা ছিলো চিলতে হাসি। কিন্তু তাকে দেখে কে বলবে তার একটি ফুসফুস নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, কেউ বলবে না। কারণ তার এখন মেতে থাকার কথা দুরন্তপনায়।
রাজশাহীর নগরীর শিরোইল কলোনি তাদের বাসা। তার বাবা নুথু পেশায় রিকশাচালক। মা রহিমা গৃহপরিচারিকা। তাদের সন্তানকে বাঁচাতে মরিয়া এই দম্পতি।
ফুসফুসে আক্রান্ত কিশোর রাহিমের নানী মিনা বেওয়া জানান, তার নাতী ছোট থেকেই অসুস্থ। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পরে তার একটি ফুসফুস নষ্ট। তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন তার ছেলে চিকিৎসার আনুমানিক পাঁচ লক্ষ টাকার প্রয়োজন।
তিনি জানান, রাহিমের চিকিৎসায় ব্যয় করার মতো অর্থ বা সামর্থ্য কিছুই নাই। তার নাতীকে চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়াতে এগিয়ে আশার জন্য বিত্তবানদের প্রতি আন্তরিক অনুরোধ জানান।
তার নাতীকে সাহায্যে পাঠানোর জন্য সঞ্চয়ী হিসাব নম্বর-০২০০০১১৫১২৬১৫, অগ্রনী ব্যাংক ওয়াপদা (ইরি) শাখা, রাজশাহী। এছাড়া মোবাইলেও যোগাযোগ করতে পারেন। মোবাইল- ০১৭২৯৫৬৪৫১২ (রাহিমের মা,রাজশাহী),আমেরিকা ড:ইয়াসমিন 2023903002(please text her)।