রাজশাহীর দুটি আসনে ছিটকে গেলেন বিএনপি প্রার্থী

239

রাজশাহীর দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থী নির্বাচন থেকে ছিটকে পড়লেন। তারা হলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি নাদিম মোস্তফা ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আবু সাঈদ চাঁদ।

Untitled-1_1

বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার তাদের মনোনয়নপত্র স্থগিত করেন।

নাদিম মোস্তফার মনোনয়ন বাতিল হয় ঋণখেলাপির দায়ে। আর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেও তা গ্রহণ-সংক্রান্ত জটিলতা নিয়ে আবু সাঈদ চাঁদের প্রার্থিতা স্থগিত করা হয়।

এর আগে গত ১৭ ডিসেম্বর রিট আবেদনের শুনানি শেষে নাদিম মোস্তফার প্রার্থিতা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে বিএনপির অপর প্রার্থী জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম মন্ডলকে প্রতীক বরাদ্দ দেয়ার জন্য রিটানিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।

এই আদেশ চ্যালেঞ্জ করে নাদিম মোস্তফা আপিল করলে বৃহস্পতিবার দুপুরে তার বিপক্ষে আদেশ দেয়া হয়।

এর আগে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র গ্রহণের জটিলতা নিয়ে রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা গত ২ ডিসেম্বর আবু সাইদ চাঁদের প্রার্থিতা বাতিল করেন।

পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান তিনি। তবে বৃহস্পতিবার হাইকোর্টের আদেশে ফের প্রার্থিতা স্থগিত হলো।

রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বর্তমানে এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

আর বিএনপি নেতা আবু সাইদ চাঁদ ২১টি মামলা মাথায় নিয়ে কারাগারে রয়েছেন। সবগুলোতে জামিন পেলেও বাগমারায় দায়ের নাশকতার মামলায় আটকে গেছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.