রাজশাহীর ৬টি আসনই নৌকার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতেই আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এর মধ্যে রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতীকে ২ লাখ ৫,৯৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের ব্যারিস্টার আমিনুল হক পেয়েছেন এক লাখ ১৫ হাজার ৭৩২ ভোট।
রাজশাহী-২ আসনে নৌকা প্রতীকে মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা ১ লাখ ১৫ হাজার ৪৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ১ লাখ তিন হাজার ৩২৭ ভোট।
রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দিন নৌকা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শফিকুল হক মিলন পেয়েছেন ৮০ হাজার ৭১ ভোট।
রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক নৌকা প্রতীকে ১ লাখ ২৪ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আবু হেনা পেয়েছেন ১৪,১৬০ ভোট।
রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার মনসুর রহমান নৌকা প্রতীকে ১ লাখ ৯৬ হাজার ৬৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ২৭ হাজার ৯২৭ ভোট।
রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলম নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৬০ হাজার ৫৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের আব্দুস সালাম সুরুজ হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪৩২ ভোট।