রাজশাহী-কক্সবাজার রুটে চালু হচ্ছে ফ্লাইট, উচ্ছ্বসিত ভ্রমণপিপাসুরা

241

রাজশাহী: রাজশাহী-কক্সবাজার রুটে খুব শিগগিরই শুরু হচ্ছে বিমান চলাচল। এর ফলে মাত্র ১ ঘণ্টা ১০ মিনিটে রাজশাহী থেকে কক্সবাজার যেতে পারবেন এই অঞ্চলের ভ্রমণপিপাসুরা।

সম্প্রতি নভোএয়ার কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা ইতিবাচক হওয়ার পর এই সুখবর দেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

তিনি জানান, আমরা আশা করছি সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে রাজশাহী-কক্সবাজার রুটে বিমান চলাচল শুরু হবে।

রাসিক মেয়র লিটন আরও বলেন, ‘রাজশাহী-কক্সবাজার রুটে বিমান চলাচলের দাবি রাজশাহীবাসীর দীর্ঘদিনের। দাবিটি পূরণে দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে আসছিলাম। অবশেষে সেটি পূরণ হতে যাচ্ছে।’

ফ্লাইট চালুর বিষয়ে গত ২২ জুন ঢাকায় রাজশাহী সিটি মেয়রের সাথে নভোএয়ার চেয়ারম্যান ফায়জুর রহমান বাদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সপ্তাহে প্রতি রবিবার ও বৃহস্পতিবার এই দুদিন রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট চালানোর কথা জানান নভোএয়ার কর্তৃপক্ষ।

এ সময় নভোএয়ার ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু উপস্থিত ছিলেন।

সিটি মেয়রের দেওয়া এই সুখবরে উচ্ছ্বসিত রাজশাহীর ভ্রমণপিপাসুরা। এমন সিদ্ধান্ত পর্যটন খাতকে আরও বিকশিত করবে বলে আশা নগরবাসীর। এই রুটে বিমান চলাচল শুরু হলে অবকাশযাপনে প্রিয়জনদের সঙ্গে নিয়ে অনেকেই কক্সবাজার সমুদ্রসৈকতে যাবেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.