রাজশাহী কলেজ ছাত্রীর অকাল মৃত্যু

232

 

হাসানুল বান্না, রাজশাহীঃ

13439001_1744148259174374_6896390495786175970_nগতকাল ২৩ জুন বৃহস্পতিবার দুপুর ২:০০ টায় প্রাণিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের মেধাবী ছাত্রী লাইলী খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি… রাজিউন। তিনি কলেরা ও জ্বরে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

তানোর থানার অধিবাসী মেধাবী এ ছাত্রী রাজশাহী কলেজের ছাত্রীনিবাসের মেইন বিল্ডিং 207 নং রুমে থাকতেন। পড়াশোনায় অত্যান্ত মনোযোগী লাইলী খাতুন ২০১১-১২ ইং শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তিনি তার বিভাগের বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতেন বলে জানা যায়।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাঃ হবিবুর রহমানের সহযোগিতায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অকাল এ মৃত্যুতে তার সহপাঠীসহ সকলেই অত্যান্ত শোকাহত।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.