রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ
শনিবার থেকে শুরু হতে যাওয়া বিপিএলের ষষ্ঠ আসরে রাজশাহী কিংসের অধিনায়কের দায়িত্বপালন করবেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে এই প্রথম অধিনায়কের দায়িত্ব পেলেন মিরাজ।
মিরাজের নেতৃত্বে রাজশাহীতে খেলবেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। খেলবেন সৌম্য সরকার এবং মুমিনুল হক সৌরভের মতো তারকা ক্রিকেটাররা। মিরাজের সহঅধিনায়ক হিসেবে থাকবেন ওপেনার সৌম্য সরকার।
রাজশাহী কিংস
দেশি ক্রিকেটার: মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, সৌম্য সরকার, ফজলে রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব ও কামরুল ইসলাম রাব্বি।
বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ হাফিজ, রায়ান টেন ডেসকাটে,কাইস আহমাদ, ক্রিশ্চিয়ান জনকার, ইসিরু উদানা, লরি ইভান্স, সেকুগু প্রসন্ন ও মোহাম্মদ সামি।