বান্না, রাজশাহীঃ
রাজশাহী প্রেসক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার রাত আড়াইটার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। তবে এটি শর্ট সার্কিট, না নাশকতা তা পুলিশ তদন্ত করার পর জানা যাবে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে প্রেসক্লাবের প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রেসক্লাবের তিনটি কম্পিউটার, একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, একটি ফ্যাক্স মেশিন, একটি টেলিভিশন, দুটি টেবিল, একটি আইপিএস, ১২ টি চেয়ার এবং পর্দাসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সাইদুর রহমান জানান, অগ্নিকাণ্ডে প্রেসক্লাবের সম্পূর্ণ অংশ এবং পাশের ঘরের আংশিক পুড়ে যায়। ঘটনার সময় তিনি পাশের ঘরে ছিলেন। পরে দমকল বাহিনীর কর্মীরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে।