রাজশাহী মহানগরীর শিবির সভাপতি আটক, শিবিরের নিন্দা…!!!
নিউজবিডি ইউএস ডেস্কঃ রাজশাহীতে মহানগর গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে ছাত্রশিবিরের সভাপতি জসিম উদ্দিন সরকারকে রাস্তা থেকে গ্রেপ্তার করে গুলি করার অভিযোগ ওঠেছে। সোমবার বিকালে মহানগর ছাত্রশিবির প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়।
তবে গ্রেপ্তারের বিষয়টি এখনো স্বীকার করেনি পুলিশ।মহানগর সভাপতিকে রাস্তা থেকে গ্রেপ্তার করে পায়ে গুলি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি হাসান তারিক ও মহানগর সেক্রেটারি মনিরুল ইসলাম। তারা বলেন, সাদা পোশাকে এবং কোন প্রকার পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তারের বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহানগর সভাপতিকে গ্রেপ্তার করে আদালতের চরম অপমান সাধন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা জসিম উদ্দিন সরকারকে অবিলম্বে আদালতে সোপর্দের অনুরোধ জানাচ্ছি। এই অবস্থা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির নমুনা।এদিকে শিবির সভাপতি জসিমের পিতা জালাল উদ্দিন জানান, সোমবার দুপুর ২টার দিকে নগরীর ছোটবনগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় সাদা পোশাকের পুলিশ জসিমকে গুলি করে আটক করে নিয়ে যায়। এক বছর আগে ছোট ছেলে শহিদুলকে ধরে নিয়ে নওদাপাড়া বাস টার্মিনালে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে।আটকের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) সুশান্ত চন্দ্র রায়কে কল দিলে তিনি রিসিভ করেন নি। তবে মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, এ ধরণের কোন তথ্য তার কাছে নেই। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
উল্লেখ্য, গতবছর ২০১৫ সালে জসীমের ভাই শহিদুল ইসলাম নওদাপাড়া বাস টার্মিনাল এলাকায় পুলিশের ক্রসফায়ারে নিহত হন।
(_প্রেসবিজ্ঞপ্তি_)