বান্না, রাজশাহীঃ
উত্তর বঙ্গের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী সরকারী মাদ্রাসা স্কুলের ১৪২ বছর অতিবাহিত হচ্ছে এ উপলক্ষে ‘১৪২ বছর পূর্তি উৎসব ও মিলন মেলা’ পালন করা হবে। উৎসবে অংশ নিতে পূর্তি উৎসবের পূর্বেই রেজিষ্ট্রেশন করতে হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারী মাদ্রাসা স্কুলের প্রসাশনিক ভবন হতে বিকাল ৫টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত এ রেজিষ্ট্রেশন চলবে বলে জানা গেছে।
কমিটির অন্যতম সদস্য ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র জনাব আব্দুর রাজ্জাক (রিপন) তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এটা সত্যি একটা আনন্দের ব্যাপার। এত দিন পর আবার সবাই আবার একসাথে হবো, মনে হচ্ছে আবার সেই ছোট্টবেলায় ফিরে যায়।
অনুষ্ঠানটি উৎসবমূখর করতে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান সকল ছাত্রদের রেজিষ্ট্রেশন করতে আহ্বান করেছেন আয়োজন কমিটি।