রাজ্জাকের পদত্যাগে ব্যথিত জামায়াত

329

সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগে ব্যথিত ও মর্মাহত জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে দলটির সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে একথা বলেন।

Jamat

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলমের পাঠানো এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘ব্যারিস্টার আব্দুর রাজ্জাকসহ আমরা দীর্ঘদিন একই সাথে এই সংগঠনে কাজ করেছি। তিনি জামায়াতে ইসলামীর একজন সিনিয়র পর্যায়ের দায়িত্বশীল ছিলেন। তার অতীতের সকল অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।’

তিনি বলেন, ‘তার পদত্যাগে আমরা ব্যথিত ও মর্মাহত। পদত্যাগ করা যে কোন সদস্যের স্বীকৃত অধিকার। আমরা দোয়া করি তিনি যেখানেই থাকুন, ভাল থাকুন, সুস্থ থাকুন।’

সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা আশা করি তার সাথে আমাদের মহব্বতের সম্পর্ক অব্যাহত থাকবে।’

এর আগে বৃহস্পতিবার তিনি যুক্তরাজ্যের বারকিং, এসেক্স থেকে দলের আমির মকবুল আহমাদ বরাবর এই পদত্যাগপত্র পাঠান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.