রাবির ডীনস অ্যাওয়ার্ড পেলেন ১২ শিক্ষার্থী

185

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কলা অনুষদের আওতাভুক্ত ১২টি বিভাগের বিএ ও বিপিএ (সম্মান) পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের ডীনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

রাবিতে-ডীনস-অ্যাওয়ার্ড-পেলেন-১২-শিক্ষার্থী-78852-1548327505
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান কৃতী শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন, আসমা-আক্তার (দর্শন), মো. কে এম আব্দুল্লাহ আল আমিন রাব্বী (ইতিহাস), তাহেনাজ পারভীন বিভা (ইংরেজি), মোছা. নীলুফা ইয়াসমীন (বাংলা), তামান্না সিদ্দকী (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), মো. আবু বকর সিদ্দিক (আরবী), মো. মাহবুবুর রহমান (ইসলামিক স্টাডিজ), মোছা. উম্মে কুলসুম (সঙ্গীত), মো. তাশহাদুল ইসলাম তারেক (নাট্যকলা), মোছা. মোসলেমা খাতুন (ফারসি ভাষা ও সাহিত্য), কিরণ দেবী (সংস্কৃত) ও মোছা. সুমাইয়া সুলতানা (উর্দু)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ।

কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আসাদুজ্জামান ও আরবী বিভাগের সভাপতি প্রফেসর মো. নিজাম উদ্দিন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.