রাবির সাবেক শিক্ষার্থী নাজমুল বাঁচতে চায়, প্রয়োজন ৩৫ লাখ টাকা
নিউজবিডিইউএস:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ নাজমুলের কিডনির ৯০ শতাংশ ড্যামেজ হয়ে গেছে। দ্বিতীয়বারের মতো এই কিডনি ট্রান্সপ্লান্ট করতে দরকার কম করে হলেও ৩৫ লাখ টাকা।
নাজমুল এর আগে একবার ট্রান্সপ্লান্ট করতে গিয়ে জমি বিক্রি করে ও বড় অংকের ঋণ নেন। যে ঋণ আজও পরিশোধ করতে পারিনি নাজমুল। এর মধ্য এত টাকা ম্যানেজ করে দ্বিতীয়বার ট্রান্সপ্লান্ট করা রীতিমত দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তার পরিবারের জন্য।
নাজমুল জানান, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে পড়া শেষ করে চাকুরীতে যোগদানের কিছু দিন পরেই ২০১৫ সাল দুইটা কিডনি নষ্ট হয়ে যায়। ২০১৬ সালে আমার মায়ের একটা কিডনি আমার শরীরে ট্রান্সপ্লান্ট করা হয়। ওই সময় ডায়ালাইসিস, টেস্ট ও ট্রান্সপ্লান্ট সব কিছু করতে প্রায় ২৫-৩০লাখ টাকার মতো খরচ হয়েছিল। ট্রান্সপ্লান্ট করার পরও সুস্থ্য থাকার জন্য মাসে ১৫ থেকে ২০ হাজার টাকার ওষুধ খেতে হয়। এখনও আমাকে মাসে ১৫ হাজার টাকার মতো মেডিসিন খাওয়া লাগে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৫০-৬০লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে।
এরপরে, ২০২০ সালে আমার স্ত্রী দেড় বছরের একটা ছেলে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমার স্ত্রী মারা যাওয়ার শোক সামাল দিয়ে উঠতে না উঠতেই আবার আমার করোনা হয়।করোনার কারণে এক মাস অফিস যেতে না পারায় আমাকে চাকরি থেকেও বাদ দিয়ে দেয়। নিজের ছোট ছেলেকে নিয়ে অনেক কষ্টে আজ তিন বছর পার করেছি।
হঠাৎ করেই চলতি বছরের এপ্রিলে আবার শরীর খারাপ হলে চিকিৎসকের কাছে যাই। ডক্টর সব টেস্ট করে জানায়, আমার ট্রান্সপ্লান্ট করা কিডনিটাও নষ্ট হয়ে যাচ্ছে এবং ইতোমধ্যে ৯০% মত কিডনি ড্যামেজ হয়ে গেছে বলে জানায়।
তিনি বলেন, মৃত্যুকে কখনোই ভয় পাইনা কিন্তু আমার ছেলেটার জন্য হলেও, আমার বাঁচতে ইচ্ছা করে। কারন তার মা নাই, আমিও যদি না থাকি তাহলে তার সারা জীবন খুবই কষ্টের হয়ে যাবে। তাই আমি আবার ট্রান্সপ্লান্ট করে সুস্থ্য ভাবে বাঁচার জন্য সবার কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
নিচের যেকোন অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠাতে পারেন।
Md Najmul Haque
A/C No: 2303108776001
City Bank
Uttara Branch, Dhaka
Routing number 225264634
Md. Najmul Haque
A/C No: 2161510233841
DBBL Bank
Ashulia Branch, Dhaka.
Routing Number 090260221
Md Najmul Haque
A/C No: 20502070203333413
Islami Bank
Uttara Branch, Dhaka
Routing number 125264639
বিকাশ পার্সোনাল: 01717888789
নগদ পার্সোনাল: 01717888789
যোগাযোগ: যুক্তরাষ্ট্র-মতিয়ার রহমান (607) 313-8651