রাবি ভিসির সাথে প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সঙ্গে মতবিনিময় করেন তারা।
এ সময় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তাই লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মন্দ কাজের সমালোচনার পাশাপাশি ভালো উদ্যোগ তুলে ধরারও আহ্বান জানান তিনি।
উপাচার্যের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু ও প্রক্টর অধ্যাপক ড. লুৎফুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রত্যেকেই বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
এ সময় রাবি প্রেসক্লাবের সভাপতি মানিক রাইহান বাপ্পী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়, সদ্য বিদায়ী সভাপতি রবিউল ইসলাম তুষারসহ নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।