লস এঞ্জেলেসে ক্রিকেট লীগ অনুষ্ঠিত
আহমেদ ফয়সাল,ক্যালিফোর্নিয়া: গত ৯/৪/১৭ সোমবার লস এঞ্জেলেসের উডলি পার্কে এল.এ বাংলা ইউনিক ক্লাবের দু’মাস ব্যাপী সামার ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের সত্ত্বাধিকারী ও এল.এ বাংলা ইউনিক ক্লাবের প্রেসিডেন্ট আজিজ মোহাম্মদ হাই ও ক্লাব ক্যাপ্টেন আরিফের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন।
গত সোমবার লেবার ডে উইকেন্ডের হলিডে’তে এল.এ বাংলা ইউনিক ক্লাবের একঝাক তারুণ্যের উদ্যোগ ও পরিচালনায় লস এঞ্জেলেসের ভ্যন নাইস উডলি পার্কে অনুষ্ঠিত হল এই ক্রিকেট উৎসব। ফাইনাল রাউন্ডে ‘লস এঞ্জেলেস টাইগার্স’ ভ্যালি ইউনিক ক্লাবকে ৪৮ রানে পরাজিত করে।
সিমিত ওভারের(টি-20) এই খেলায় ৩ উইকেট ১৮ রান নিয়ে ম্যান অফ দ্যা ম্যচ হন বিজয়ী দলের অল রাউন্ডার শোয়েব।
১১ উইকেট ও ৭০ রান করে রানার্স দল আপ ভ্যালী ইউনিক ক্লাবের ক্যাপ্টেন জনি ম্যান অফ দ্যা সিরিজ পুরস্কার জিতে নেন। রানার্স আপ পুরস্কার গ্রহন করেন ভ্যালী ইউনিক ক্লাবের সত্ত্বাধিকারী শেখ সালাম।
এসময় প্রধান অতিথি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন প্রবাসের জীবন মুখী ব্যস্ততার মাঝেও দেশীয় সংস্কৃতির ঐতিহ্য এই খেলাধুলা চর্চার ভূয়সী প্রশংসা করেন। এসময় অতিথি হিসেবে মঞ্চে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি লিডার মোমিনুল হক বাচ্চু, কমিশনার(এল.এ.পি.ডি)মারুফ ইসলাম, কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেরীন ইসলাম, কমিউনিটি লিডার মাসুদুর রব চৌধুরী, আনিসুর রহমান, শেখ শহীদুল ইসলাম, নেইবারহুড কাউন্সিল মেম্বার ফয়সাল আহমেদ তুহীন প্রমুখ।
অতিথিবৃন্দ এলএ বাংলা ইউনিক ক্লাবের উদ্যমী যুবকদের ক্রীড়ানুরাগী মনোভাবের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আম্পায়ার নাদির শাহ্ এই টুর্নামেন্টের আম্পায়ার থাকার কথা থাকলেও তিনি ভিন্ন একটি ইস্যুতে ওয়াদা ভঙ্গ করেন বলে ক্লাব প্রেসিডেন্ট আজিজ মো: হাই জানান।
ক্লাব সেক্রেটারি রুবেল আহমেদ জানান, তিন বছর আগে উদীয়মান কিছু তরুনদের সমন্বয়ে নির্দলীয় এই ক্লাবটি গঠিত হয়েছে যারা প্রতিবছর উডলি পার্কে দুই/একটি বড় আয়োজনে টুর্নামেন্ট আয়োজন করে থাকে; আর প্রতি সপ্তাহে অন্তত একদিন ক্রিকেট খেলার ব্যবস্হা করে। প্রতি গ্রীস্মের(সামার ভ্যকেশন)ছুটিতে স্কুল কলেজ পড়ুয়া ছেলেদেরকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করে থাকে।