লস এঞ্জেলেসে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশী ছাত্রের মর্মান্তিক_মৃত্যু, কমিউনিটিতে শোকের ছায়া…!!!

217

আহমেদ ফয়সাল,ক্যালিফোর্নিয়াঃ গত ১৭ই জানুয়ারী মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটার দিকে লস এনজেলেসের লিটল, বাংলাদেশ সংলগ্ন ভারমন্ট স্টীট এন্ড লস-ফেলিজে শেভরন গ্যাস স্টেশনে কর্মরত অবস্থায় খুন মিজানুর রহমান(৩৩)।

mrittu

জানা গেছে, ভোররাত চারটার দিকে এক কালো (ব্লাক) লোক ডাকাতি করে চলে যাওয়ার সময় কয়েক রাউন্ড গুলি করলে মিজানুর ঘটনাস্থলেই নিহত হন। মিজানুরের বাড়ি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে’র চৌধুরী পাড়া। প্রায় তিন বছর আগে মিজানুর স্টুডেন্ট ভিসায় ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে আসেন।
স্থানীয় টিভি চ্যানেলগুলোতে মৃত্যুর সংবাদ প্রচারিত হচ্ছে। লাশ পোস্টমটেম শেষে করোনার কেয়ারে পাঠানো হয়েছে।
স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে মিজানুরের মরদেহ দেশে পাঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মরহুম মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে কমিউনিটির নেতৃবৃন্দ ও তার রুহের মাগফিরাত কামনা করে সবার দোয়া কাম না করেন আল্লাহ্‌ রাব্বুল আ’লামীন যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমীন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.