লাঙ্গল ছেড়ে নৌকার প্রচারণা করায় ৩ জাপা নেতা বহিষ্কার
দলীয় প্রতীক লাঙ্গল বাদ দিয়ে নৌকার পক্ষে নির্বাচনী কাজ করার অভিযোগে রংপুরের পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবার রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও ইউনিয়ন সভাপতি রঞ্জুকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যপারে রংপুর জেলা জাপার প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাপার প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলের পক্ষে কাজ না করে আওয়ামী লীগের প্রার্থী টিপু মুন্সির প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে ওই তিনজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে সাধারণ সম্পাদক এসএম ফখর উজ জামান জাহাঙ্গীর তাদেরকে বহিষ্কার করেন বলে জানিয়েছেন তিনি।