শঙ্কা থাকায় আগাম বিজিবি: ইসি

371

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে জাতীয় ঐক্যফ্রন্টের সেনা মোতায়েন দাবির পরিপ্রেক্ষিত আগাম বিজিবি নামানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

084135nirbachon_commission

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

রফিকুল ইসলাম বলেন, ২২ ডিসেম্বর বিজিবি নামানোর পরিকল্পনা ছিল। কিন্তু শঙ্কা থাকায় আগাম নামালাম।

জাতীয় ঐক্যফ্রন্ট সোমবার এখনই সেনা নামানোর জন্য বলেছিল। সেনা না নামিয়ে বিজিবি কেন এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, সেনা ২৪ ডিসেম্বর নামবে।

তিনি বলেন, রাজনৈতিক দলসহ আপনারা (সাংবাদিক)  সবাই অভিযোগ করছেন যে, মাঠের পরিবেশ পরিস্থিতি খারাপ হচ্ছে দিন দিন। তাই আমরা আপনাদের শঙ্কা কাটাতে মাঠে বিজিবি নামিয়েছি। বিজিবি নামালে যদি মাঠের পরিবেশ ঠিক থাকে তাহলে নামাবো না কেন?

তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে মাঠে বিজিবি নামানো হয়েছে। তবে কত আসনে নামানো হয়েছে তা আমি জানি না। পরিস্থিতি বিবেচনায় আগে পরে মাঠে নামানো হবে বিজিবি। যে স্থানে আগে দরকার সেখানে আগে নামানো হবে আর যেখানে পরে নামালেও চলবে সেখানে পরে নামানো হবে।

বিজিবি সদর দফতর থেকে ইতোমধ্যে মঙ্গলবার ১ হাজার ৬শ প্লাটুন বিজিবি মাঠে নামানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.