শপথ নেননি এরশাদ

436

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি। জাতীয় সংসদে বৃহস্পতিবার বেলা ১১টায় নতুন এমপিরা শপথ নিলেও তিনি শপথ নেননি।

image-129216-1546519160

এরশাদ এককভাবে বিকাল ৩টায় শপথ নেবেন বলে জানা গেলেও শেষ পর্যন্ত বিকালেও শপথ নেননি বলেই দলীয় সূত্রে জানা গেছে।

সকালে হুসেইন মুহম্মদ এরশাদের এপিএস মনজুরুল ইসলাম বলেন, স্যার (এরশাদ) বাসা থেকে দুপুরের পর বের হবেন। বিকাল ৩টায় এককভাবে শপথ নেবেন।

ঠিক কী কারণে তিনি অন্যদের সঙ্গে শপথ নিচ্ছেন না, সে বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে। জাতীয় পার্টির অন্য সংসদ সদস্যরা দ্বিতীয় দফায় বেলা সাড়ে ১১টার দিকে শপথ নেন।

এ বিষয়ে বেলা আড়াইটায় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ৩টার সময় উনার (এরশাদ) শপথ নেয়ার কথা রয়েছে। তবে আজকে যদি উনি শপথ না নেন তবে নির্ধারিত সময়সীমার মধ্যেই শপথ নেবেন।

হুসেইন মুহম্মদ এরশাদ সকালে শপথ না নিলেও জাতীয় পার্টির অন্য সদস্যরা শপথ নেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমামসহ দলটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.