শাওমির নতুন স্মার্টফোন মি ৪এস

749

চীনা প্রতিষ্ঠান শাওমি তাদের নতুন মি ৪এস স্মার্টফোনটি উন্মুক্ত করেছে। এটি মি৪ এর আপগ্রেড মি ৪এস এবং ফোনটির ব্যাক প্যানেলে যুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যনার। আগামী ১ মার্চ থেকে চীনের বাজারে পাওয়া যাবে সেটটি।

চীনা প্রতিষ্ঠান শাওমি তাদের নতুন মি ৪এস স্মার্টফোনটি উন্মুক্ত করেছে। এটি মি৪ এর আপগ্রেড মি ৪এস এবং ফোনটির ব্যাক প্যানেলে যুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যনার। আগামী ১ মার্চ থেকে চীনের বাজারে পাওয়া যাবে সেটটি।

ফোনটির  ব্যাক প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যনার। এছাড়া ৫ ইঞ্চি ফুল-এইচডি আইপিএস ডিসপ্লের স্ক্রিনের পিক্সেল ঘনত্ব ৪৪১ ডিপিআই। এতে আছে হেক্সা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসরের সঙ্গে আদ্রেনো ৪১৮ জিপিইউ এবং ৩ জিবি র‍্যাম।  ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি।  ডুয়েল সিম সুবিধা ছাড়াও এতে আলাদা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে, যা এর আগের মি ৪, মি ৪আই এবং মি ৪সি স্মার্টফোনে ছিল না। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায় আছে ডুয়েল-টোন এলইডি ফ্ল্যাশ এবং পিডিএএফ আর ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৫ মেগাপিক্সেলের।

কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি এলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি। কোয়ালকমের কুইক চার্জ ২.০ প্রযুক্তির  ৩২৬০ এমএএইচের নন-রিমুভ্যাবল ব্যাটারি যা ফোনটিকে দ্রুত চার্জে সাহায্য করবে। মি ৪এসের দাম রাখা হয়েছে এক হাজার ৬৯৯ চীনা ইয়েন। কালো, সোনালি, বেগুনি ও সাদা এই চার রঙে পাওয়া যাবে সেটটি।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.