শাটডাউনে মার্কিন সরকারের ক্ষতি কত?
মেক্সিকো সীমান্তে বেড়া নির্মাণ সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব না মানায় বাজেট প্রস্তাবে সই করেননি তিনি। অন্যদিকে, বিরোধীরাও তার দাবি না মানার ব্যাপারে অনড়। এ অবস্থায় দেশটির কেন্দ্রীয় সরকার ব্যবস্থায় আংশিক অচলাবস্থা দেখা দেয়। বন্ধ থাকে সরকারের কার্যক্রম।
দেশটির ইতিহাসে এ রকম অচলাবস্থা বা শাটডাউনের উদাহরণ অনেক আছে। কিন্তু এবারের ৩৫ দিনের শাটডাউন দেশটির ইতিহাসে এই প্রথম। যদিও অচলাবস্থা এখনও পুরোপুরি কাটেনি।
কারণ গতকাল শুক্রবার মাত্র তিন সপ্তাহের জন্য আংশিক শাটডাউন বন্ধের ব্যাপারে একমত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আন্তর্জাতিক রেটিং সংস্থা এস অ্যান্ড পি (স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর) বলছে, দীর্ঘ ৩৫ দিন কেন্দ্রীয় সরকারে আংশিক অচলাবস্থা বিরাজ করায় কাজ-কর্ম ও অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। আর এ কারণে মার্কিন সরকারের অন্তত ৬০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রসঙ্গত, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে সাড়ে ৫০০ কোটি ডলারের বেশি ব্যয় হবে। কিন্তু বিরোধী ডেমোক্র্যাটরা তা দিতে নারাজ। এ নিয়েই শুরু হয় আংশিক শাটডাউন।
তবে তিন সপ্তাহে বেড়া নির্মাণ ইস্যুতে একমত না হতে না পারলে জরুরি অবস্থা ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।