শাহজালাল এসোসিয়েশন মিলান ইতালির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

582

ফেরদৌসী আক্তার পলি, মিলান, ইতালি

বৃহস্পতিবার সকাল ১০ টায় মিলানো শহরের স্থানীয় গান্ধী রেস্টুরেন্টে পবিত্র কোরআন তেলওয়াত ও অতিথি মন্ডলীকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।  সংগঠনের এম ডি রুহুল আমিন রাহুল এর পরিচালনায় এবং সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন এর বিশিষ্ট বেবসায়ী মোহাম্মদ আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহিন আহমেদ, ময়েজুর রহমান ময়েজ, হান্নান মিয়া, মইন উদ্দিন, শাহীন আহমেদ।

13329835_1027986657238285_2033445962_n

শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ রায়হান উদ্দিন, মোহাম্মদ ওয়াসিম আকরাম, জয়নাল আহমেদ, রেজাউল করিম, রকিব আহমেদ শাহীন, রায়েল উদ্দিন, ইব্রাহিম আলী, জুবায়ের আহমেদ, ফয়েজ আহমেদ, সিরাজুল ইসলাম আশিক, আব্দুল মতিন, শাহীন আহমেদসহ আরো অনেকে।

সভাপতি তার বক্তব্যে বলেন, এটি একটি বেবসায়িক সংগঠন। প্রবাসের মাটিতে যুব সমাজকে নিয়ে এই সংগঠন এর যাত্রা। তিনি আরো বলেন, যুব সমাজই একটি দেশের প্রাণ শক্তি আমাদের সংগঠন থেকে আমরা ঐক্যবদ্ধভাবে নিজেদের সাবলম্বী করতে এবং সমাজের বেকার যুব সমাজকে পথ দেখাতে সহায়তা দিয়ে তাদেরকে সাবলম্বী করতে উৎসাহিত করি।

13342110_1027986643904953_197942987_n

আলোচনা সভা শেষে শাহজালাল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ডিরেক্টর মরহুম বুরহান উদ্দিন এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং সব শেষে সংগঠনের দিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে একে অপরকে খাইয়ে দিনটিকে স্বরনীয় করে রাখে সংগঠনের সদস্যরা।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.