শীর্ষ সন্ত্রাসী জোসেফের সাজা মওকুফ 

492

অনলাইন ডেস্ক:শীর্ষ সন্ত্রাসী জোসেফের করা সাজা মওকুফের আবেদন রাষ্ট্রপতি অনুমোদন করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, জোসেফ অসুস্থ। চিকিৎসার জন্য তার সাজা মওকুফ করা হয়েছে।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।DEF6BA4F-BC10-4F91-B816-24F9728057EE
কামাল বলেন, ‘জোসেফের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তিনি ইতিমধ্যে ২০ বছর কারাভোগ করেছেন। এরপর যে যথাযথ প্রক্রিয়ায় আবেদন হয় তিনি সেভাবে আবেদন করেছেন। আবেদনটি মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত গেছে।’
জোসেফের ভারতে চলে যাওয়া নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী উল্টো সাংবাদিকদের বলেন, ‘তিনি ভারতে চলে গেছেন তা আপনি দেখেছেন?’
‘জোসেফ গুরুতর অসুস্থ বলে আবেদন করেছিলেন। তার বাকি এক বছর তিন মাসের সাজা মওকুফের জন্য আবেদন করা হয়। সেই আবেদন খুব সম্ভবত মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন করেছেন,’ যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরো বলেন, ‘জোসেফের কিছু অর্থদণ্ড ছিল। সেগুলো আদায় সাপেক্ষে তাকে বিদেশে গিয়ে চিকিৎসা করার অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি। আমি এটুকুই জানি। এরচেয়ে বেশি জানি না।’

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.