‘শুক্রবার নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে’

439

আগামীকাল শুক্রবার নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগপত্র এখনও গ্রহণ হয়নি। যতদিন না এটা হচ্ছে, ততদিন তাদের জায়গায় নতুন কেউ মন্ত্রিত্ব পাবেন না।’

পদত্যাগপত্র জমা দেয়া চারজন কি এখনো মন্ত্রী হিসেবে আছেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা এখনও আছেন, একসেপ্ট করতে হবেতো। একসেপ্ট সম্ভবত কালকে হবে। আজকে রাতেও হতে পারে।’

001

ওই চার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন, জানতে চাইলে মুহিত বলেন, ‘যারা এখন মন্ত্রী আছেন, তাদেরই কেউ চার্জে থাকবেন। যার মিনিস্ট্রি একটা আছে, তার দুইটা হয়ে যাবে।’

আসন্ন নির্বাচনে আবার প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, না, আমিতো দাঁড়াব না, দ্যাটস মাই ডিসিশন। আমি নমিনেশন পেপার সাবমিট করব। ডামি কিছু সাবমিট করতে হয়। যদি আমার ক্যান্ডিডেট যে হবে, সে মিস করে যায় তাহলে আমাকে দাঁড়াতে হবে হয়তো। এ রকম ধরনের। ইট ইজ এ রুটিন ব্যাপার।’

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.