‘শুক্রবার নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে’
ওই চার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন, জানতে চাইলে মুহিত বলেন, ‘যারা এখন মন্ত্রী আছেন, তাদেরই কেউ চার্জে থাকবেন। যার মিনিস্ট্রি একটা আছে, তার দুইটা হয়ে যাবে।’
আসন্ন নির্বাচনে আবার প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, না, আমিতো দাঁড়াব না, দ্যাটস মাই ডিসিশন। আমি নমিনেশন পেপার সাবমিট করব। ডামি কিছু সাবমিট করতে হয়। যদি আমার ক্যান্ডিডেট যে হবে, সে মিস করে যায় তাহলে আমাকে দাঁড়াতে হবে হয়তো। এ রকম ধরনের। ইট ইজ এ রুটিন ব্যাপার।’