শুক্রবার ভার্জিনিয়ায় স্বেচ্ছাসেবকলীগের স্বাধীনতা দিবস
নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি’র মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালনের উদ্যোগ নিয়েছে।
আগামী ৩১ মার্চ শুক্রবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ষ্টার্লিং শহরের হোয়াইটফিল্ড প্লেসে লাউডেন কাউন্টি রিক্রেয়েশন ও কমিউিনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে স্থানীয় মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ, যুবলীগ ও মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গসংঠনের নেতাকর্মিরা উক্ত অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে আলোচনা সভা ও কবিতা আবৃত্তির পাশাপাশি থাকবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে সঙ্গীত পরিবেশন করবেন উত্তর আমেরিকার জনপ্রিয় সমকালীন ও লোকসঙ্গীত শিল্পী কৌশলী ইমা ও সুমাইয়াহ সুখ।
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে স্থানীয় প্রবাসীদের উপস্থিত থাকার জন্য বিনিতভাবে অনুরোধ জানিয়েছেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল হোসেন শিকদার ও সাধারন সম্পাদক খিজির আহমেদ টিটু।
অনুষ্ঠান সংক্রান্ত তথ্যের জন্য যোগোযোগ করুন-
আবুল হোসেন শিকদার ৭০৩-৩৫০-৯১১৭,
খিজির আহমেদ টিটু ৫৭১-২২৪-৭৪৩৯,
উত্তম কুমার মন্ডল ৭০৩-৯৪৪-২১৪৯,
মোহাম্মদ এস হক ৫৭১-৩৩৮ ৭৫৩০,
জাহিদ কাদের ৫৭১-২৬৭-৯৪১৯,
জাহিদুল ইসলাম ৫৭১-৩১৫-৯৬৮৭ ও
মাহবুবুল আলম সোহেল ৭০৩-৫৮৯-২৭৮৯।