শুক্রবার ভার্জিনিয়ায় স্বেচ্ছাসেবকলীগের স্বাধীনতা দিবস

506

নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি’র মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালনের উদ্যোগ নিয়েছে।

17619819_1287282831308665_1126444717_n

আগামী ৩১ মার্চ শুক্রবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ষ্টার্লিং শহরের হোয়াইটফিল্ড প্লেসে লাউডেন কাউন্টি রিক্রেয়েশন ও কমিউিনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে স্থানীয় মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ, যুবলীগ ও মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গসংঠনের নেতাকর্মিরা উক্ত অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে আলোচনা সভা ও কবিতা আবৃত্তির পাশাপাশি থাকবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে সঙ্গীত পরিবেশন করবেন উত্তর আমেরিকার জনপ্রিয় সমকালীন ও লোকসঙ্গীত শিল্পী কৌশলী ইমা ও সুমাইয়াহ সুখ।
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে স্থানীয় প্রবাসীদের উপস্থিত থাকার জন্য বিনিতভাবে অনুরোধ জানিয়েছেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল হোসেন শিকদার ও সাধারন সম্পাদক খিজির আহমেদ টিটু।
অনুষ্ঠান সংক্রান্ত তথ্যের জন্য যোগোযোগ করুন-

আবুল হোসেন শিকদার ৭০৩-৩৫০-৯১১৭,

খিজির আহমেদ টিটু ৫৭১-২২৪-৭৪৩৯,

উত্তম কুমার মন্ডল ৭০৩-৯৪৪-২১৪৯,

মোহাম্মদ এস হক ৫৭১-৩৩৮ ৭৫৩০,

জাহিদ কাদের ৫৭১-২৬৭-৯৪১৯,

জাহিদুল ইসলাম ৫৭১-৩১৫-৯৬৮৭ ও

মাহবুবুল আলম সোহেল ৭০৩-৫৮৯-২৭৮৯।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.