শেষ মুহূর্তে মনোনয়নের বৈধতা পেলেন টুকু

542

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসন থেকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে চিঠি দেওয়া হয়েছে।

SIRAJGONG PHOTO

বুধবার দুপুরে শহরের হোসেনপুর মহল্লার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে পাঠানো পত্রে তার মনোনয়নপত্র গ্রহণ সাপেক্ষে প্রতীক বরাদ্দের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে টুকু অভিযোগ করেন, এখন নির্বাচনের আছে আর মাত্র তিন দিন। এই তিন দিনের মধ্যে ধানের শীষের প্রার্থী বদল করে কীভাবে নির্বাচন সম্ভব? এগুলো সরকার ও ইলেকশন কমিশনের নাটক।

তিনি বলেন, পুলিশ ও আওয়ামী লীগের রামদা বাহিনী বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা-ভাঙচুর-নির্যাতন চালাচ্ছে। পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে নেতা-কর্মীদের আটক করে ৫-১০টি করে মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। বাংলাদেশে মানবাধিকার বলতে কিছু নেই। বিএনপি নেতাকর্মীরা নির্বাচন তো দূরের কথা, ঘরে থাকতে পারছে না।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, নাজমুল ইসলাম তালুকদার রানা, যুগ্ম-সম্পাদক হারুন-অর রশিদ খান হাসান, যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বাবু, স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ উপস্থিত ছিলেন

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.