শ্রদ্ধায় হিলারিকে পেছনে ফেললেন মিশেল

662

এ বছর যুক্তরাষ্ট্রের সবচেয়ে শ্রদ্ধাভাজন নারী হিসেবে উঠে এসেছে মিশেল ওবামার নাম। সাবেক এই ফার্স্ট লেডি আরেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনকে সরিয়ে তালিকার সর্বোচ্চ স্থানে জায়গা করে নেন।

Michelle-Obama-topples

গ্যালপ পোলের এক জরিপে এই ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এই জরিপের মধ্যদিয়ে তালিকার শীর্ষে থাকা হিলারি ক্লিনটনের শ্রেষ্ঠত্বের অবসান ঘটল। মিসেস ক্লিনটন, যিনি সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক ফার্স্ট লেডি, ১৭ বছর ধরে সবচেয়ে শ্রদ্ধাভাজন নারীর আসনটিতে বিরাজমান ছিলেন। কিন্তু, এবার তার অবস্থান তালিকার তৃতীয়তে।

দ্বিতীয় স্থানটি দখল করেছেন জনপ্রিয় টক-শো হোস্ট ওপরাহ উইনফ্রে।

এই মতামত জরিপে পুরুষদের মধ্যে সবচেয়ে শ্রদ্ধাভাজন হিসেবে উত্তরদাতারা বেছে নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। তিনি বিগত ১১ বছর ধরেই এই সম্মানটি পেয়ে আসছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

গ্যালপ পোল ১৯৪৬ সাল থেকে প্রতিবছর এই জরিপ পরিচালনা করে আসছে। তবে শুধুমাত্র ১৯৭৬ সালে কোনো জরিপ তারা করেনি।

এই জরিপে ১০২৫ প্রাপ্তবয়স্ক উত্তরদাতাকে বিশ্বের যে কোনো জায়গা থেকে তাদের সবচেয়ে শ্রদ্ধাভাজন মানুষটিকে বেছে নিতে বলা হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.