শ্রদ্ধা-পরিণীতিকে হারিয়ে হৃতিককে পেলেন ইয়ামি!
শ্রদ্ধা কপূর, পরিণীতি চোপড়াকে হারিয়ে শেষ বাজি জিতে নিলেন ইয়ামি গৌতম। তিনি হয়ে উঠলেন হৃতিক রোশনের অনস্ক্রিন প্রেমিকা।
কী ভাবে জানেন?
হৃতিকের আগামী ছবি ‘কাবিল’-এর জন্য বেশ কিছুদিন ধরেই নায়িকার খোঁজ চলছিল। ভাবা হয়েছিল অনেক নাম। কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ পেলেন ইয়ামি। প্রযোজক রাকেশ রোশন জানিয়েছেন, ‘‘ইয়ামি খুব ভাল অভিনেত্রী। আর হৃতিকের সঙ্গে ওর জুটিটা বেশ ফ্রেশ হবে। এই চরিত্রের জন্য ও উপযুক্ত।’’
রোশন ক্যাম্পে জায়গা পেয়ে কেমন লাগছে ইয়ামির? নায়িকার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইয়ামির কেরিয়ারে ‘কাবিল’ একটা গুরুত্বপূর্ণ ছবি। আর হৃতিকের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়ে খুশি নায়িকা।
বি-টাউনে জোর খবর, সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাবিল’ ছবিতে হৃতিকের ইচ্ছেতেই এন্টি নিচ্ছেন সানি লিওন। চলতি মাসেই শুরু হতে পারে এই ছবির শুটিং।