সংগঠক শফির ইন্তেকাল
পলি, ইতালিঃইতালির বোলজানো প্রদেশের সকল বাংলাদেশিদের অতি প্রিয় মুখ ,সকল সামাজিক সংগঠন এর প্রাণ সঞ্চার করে রেখেছিলেন যিনি জনাব মরহুম শফিকুল ইসলাম শফি ভাই অদ্য রোজ সোমবার ৭ ই আগস্ট বেলা ১০.৫৫ মিনিটে শাহাদাত বরণ করেছেন।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন )
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ,একমাত্র কন্যা ,পরিবারবর্গ ও প্রচুর গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও রুহের শান্তি কামনা করে ,দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
অনুরোধক্রমে – বোলজানো প্রভিন্সের সকল বাংলাদেশী ভাইয়েরা
বিশেষ দ্রষ্টব্য- আগামীকাল মঙ্গলবার বিকাল ৩ টায় মেরান ট্রেইন স্টেশন এর সাথে (মেরান কবর স্থানে) মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।