সংগঠক শফির ইন্তেকাল

512
 পলি, ইতালিঃইতালির বোলজানো প্রদেশের সকল বাংলাদেশিদের অতি প্রিয় মুখ ,সকল সামাজিক সংগঠন এর প্রাণ সঞ্চার করে রেখেছিলেন যিনি জনাব মরহুম শফিকুল ইসলাম শফি ভাই অদ্য রোজ সোমবার ৭ ই আগস্ট বেলা ১০.৫৫ মিনিটে শাহাদাত বরণ করেছেন।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন )received_855286541293624
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ,একমাত্র কন্যা ,পরিবারবর্গ ও প্রচুর গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও রুহের শান্তি  কামনা করে ,দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
অনুরোধক্রমে – বোলজানো প্রভিন্সের সকল বাংলাদেশী ভাইয়েরা
বিশেষ দ্রষ্টব্য- আগামীকাল মঙ্গলবার বিকাল ৩ টায় মেরান ট্রেইন স্টেশন এর সাথে (মেরান কবর স্থানে) মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.