সংলাপের জন্য ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছে ঐক্যফ্রন্ট

540

আবারও সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মতিঝিলে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক বসেন ঐক্যফ্রন্টের নেতারা।

ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

মাহমুদুর রহমান মান্না বলেন, সংলাপ শেষে তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আজ চিঠি দেয়া হয়েছেন। এব্যাপারে কমিশন কি সিদ্ধান্ত নেন তা দেখে বৈঠকে বসে সিদ্ধান্ত নেয়া হবে

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.