সংসদ ভেঙ্গে নির্বাচন করার বিধান সংবিধানেই স্পষ্ট লেখা আছে
নিউজবিডিইউএসঃ সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করার বিধান বর্তমান সংবিধানেই স্পষ্ট লেখা আছে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক।
তিনি বলেন, সংবিধানের একটি বিকল্প হল যে, সংসদ রেখে নির্বাচন করা যায়।

বাকি ১০ জায়গায় হলো সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করার নিয়ম। সাংবিধানিক কথা হল সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করা। তাতো আমাদের সংবিধানেই আছে। সংসদীয় গণতন্ত্র হলো সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করা। রোববার সন্ধ্যায় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির পূর্বে মতিঝিলে ব্যারিস্টার মওদুদের চেম্বারে সাংবাদিকদকের তিনি এসব কথা বলেন। স্টিয়ারিং কমিটি ৭ দফার ব্যাপারে আইনি সহায়তার জন্য ড. শাহদীন মালিক এবং অধ্যাপক ড. আসিফ নজরুলকে আমন্ত্রণ জানানো হয় আজ।
শাহদীন মালিক বলেন, সংবিধান এবং আইনি কাঠামোর ভেতর থেকে অবাধ, নিরপেক্ষ ও অংশীদারিত্বমূলক নির্বাচন করা যেতে পারে। এগুলো নিয়ে আমরা কয়েকজন আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বসেছি, আলোচনা করেছি। যাতে আমাদের বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে থেকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা যায়, সেই আইনি পথগুলো বের করতে আমরা আলোচনা করেছি।