সব আসনেই খালেদা অবৈধ
ফেনীর পর বগুড়ার দুটি আসনেও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার মনোনয়ন যাচাই-বাছাইয়ের শুরুতেই ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্রকে অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
এরপর দুপুরের দিকে বগুড়া-৬ ও ৭ আসনেও খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহমেদ।
এখানে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী তার উপদেষ্টা পৌরমেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দেয়ায় তারটিও বাতিল করা হয়েছে।
তবে বগুড়া-৬ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি বিচারিক আদালতে দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে আপিলে বিচারাধীন অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না— রোববার আপিল বিভাগের চূড়ান্ত আদেশের আলোকে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন দুটি দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের রায় স্থগিত, সাজা ভোগ বাতিল ও জামিন চেয়ে উচ্চ আদালতে আপিল করেছেন। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় উচ্চ আদালত সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।
তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের ভোট হবে। যাচাই-বাছাই ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের সময় ৯ ডিসেম্বর।