সলমনকে এত জোরে চড় মারলেন অনুষ্কা!

477

image (1)সলমন খানকে চড় মারলেন অনুষ্কা শর্মা? হ্যাঁ আপনি ঠিকই পড়ছেন। তাঁদের আসন্ন ছবি ‘সুলতান’-এর সেটে নাকি এমন ঘটনা ঘটেছে। সেই চড়ের জোর এতটাই ছিল যে, সলমন তো বটেই সেটের অনেকেই ঘাবড়ে গিয়েছিলেন।
বিষয়টা ঠিক কী?
জানা গিয়েছে ‘সুলতান’-এর বিষয় হল কুস্তি। ছবিতে এক কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে সল্লু মি়ঞাকে। ফলে ছবিতে যে মারপিটের দ়়ৃশ্য বেশি থাকবে এটাই স্বাভাবিক। স্ক্রিপ্ট অনুযায়ী একটি ফাইট সিক্যুয়েন্সে সলমন খানকে চড় মারার কথা ছিল অনুষ্কা শর্মার। দৃশ্যটি রিয়ালিস্টিক করে তোলার জন্য পরিচালক সলমনের গালে অনুষ্কাকে চড় মারতে বলেন। সেটাই বেশ জোরে মারেন নায়িকা।
ঘটনার পর নাকি বেশ অস্বস্তিতে পড়েন অনুষ্কা। পরিচালককে তিনি বারবার বলেন যে, চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে প়ড়ায় চড় জোরে মারা হয়ে গিয়েছে। সলমনের কাছেও নাকি দুঃখপ্রকাশ করেন। যদিও সলমন নাকি এ নিয়ে কোনও অভিযোগ জানাননি। তাঁর দাবি, অভিনয়ের সেটে এমনটা তো হতেই পারে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.